হলফনামা জমা না করায় কমিশনকে জরিমানা করলো হাইকোর্ট, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ
Calcutta High Court |
পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) অধীনে দমকল বিভাগে (Fire Department) কর্মী নিয়োগের মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। দমকলে নিয়োগ মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছিল পিএসসি (WBPSC)। পিএসসির (WBPSC) আবেদন মেনে নিয়ে দুসপ্তাহ সময় দেয় হাইকোর্ট (Calcutta Highcourt)। কিন্তু শর্ত ছিল ১০ হাজার টাকা জরিমানার।
এদিন ফের সময় চায় কমিশন। জরিমানার শর্তে পিএসসিকে (WBPSC) অতিরিক্ত দু’সপ্তাহ সময় দিল হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহ পর ফের হবে মামলার শুনানি এমনটাই নির্দেশ দিয়েছে আদালত (Calcutta Highcourt)। দেড় হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, তার মেয়াদ আরও চার সপ্তাহ বাড়িয়েছে আদালত।
পাবলিক সার্ভিস কমিশনের দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয় স্টেট ট্রাইব্রুনালে। সেই মামলা গড়ায় হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ, দু’টি প্রশ্ন ভুল ছিল। এমনকী, যদি দু’জন চাকরিপ্রার্থী একই নম্বর পান, সেক্ষেত্রে যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছেন, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। আরো একাধিঅ অনিয়মের অভিযোগ তোলে মামলাকারী। সেই মামলায় কমিশনের হলফ নামা চায় আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊