Primary TET: প্রাথমিক দুর্নীতি মামলায় CBI -র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
Calcutta High Court |
Primary TET: প্রাথমিক দুর্নীতি মামলায় (Primary Scam) CBI -র কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। ২০১৪-সালে র প্রাথমিক টেট মামলায় (Primary TET case) ২৬৯ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এই ২৬৯ জনকে বাড়তি এক নম্বরকে দেওয়া হয় বলেও অভিযোগ হয়। ২০১৬ সালে একটি প্যানেল প্রকাশিত হয়েছিল। পরে ২০১৭ সালে আরও একটি প্যানেল প্রকাশিত হয়। সেই প্যানেলেই দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, পরীক্ষা না দিয়েই মিলেছে চাকরি। এমন অভিযোগের জের তদন্তভার পায় সিবিআই (CBI)। এবার সিবিআই তদন্তে কতদূর এগোলো সেবিষয়ে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।
তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী মঙ্গলবারের মধ্যে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। রিপোর্টের সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করতে হবে সিবিআইকে। সিবিআইকে আদালতের প্রশ্ন,”আপনারা তদন্তের অগ্রগতি বা আপনারা কী করছেন সেটা আমরা জানতে চাই?” মামলার পরবর্তী শুনানি আগামিকাল।
প্রাথমিক দুর্নীতি মামলায় বাড়তি এক নম্বর দেওয়া অভিযোগে বিচারপতি বাড়তি এক নম্বরকে নিউটনের আপেলের সাথে তুলনা করলেন। বিচারপতির কথায়, “এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মতো। গাছের নিচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি এক নম্বর করে পেয়ে গেলেন। এক্ষেত্রে এই এক নম্বর হচ্ছে নিউটনের আপেল। এই এক নম্বর কোথা থেকে আসল সেটাই এই মামলার বিচার্য বিষয়।”
এদিকে রাজ্যের দাবি, "বহুক্ষেত্রেই মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের যুক্তই করা হয়নি। যদি ধরি দ্বিতীয় প্যানেল প্রকাশ ভুল ছিল , তাহলেও এর মাধ্যমে অপরাধমূলক পদক্ষেপ কোথায়?” “যদি এটাকে ভুল বলেও ধরা যায়, তাহলেও এটা এমন ভুল নয় যেটা সংশোধন করা যায় না।” রাজ্যের আরো সওয়াল, "এই চার বছরে সকল শিক্ষক শিক্ষাদানে নিযুক্ত ছিলেন, করেননি কোনো অপরাধমূলক কাজ।"
সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন পর্ষদ এবং রাজ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊