Latest News

6/recent/ticker-posts

Ad Code

Debangshu Bhattacharya: ফোঁড়া ফেটে গিয়েছে...জয় বাংলা! জয় তৃণমূল.. জয় নেত্রী, জয় সেনাপতি: দেবাংশু ভট্টাচার্য

Debangshu Bhattacharya: ফোঁড়া ফেটে গিয়েছে...জয় বাংলা! জয় তৃণমূল.. জয় নেত্রী, জয় সেনাপতি: দেবাংশু ভট্টাচার্য

Debanghsu on Partha remove



নিয়োগ দুর্নীতিতে চাপে তৃণমূল। সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা সদ‍্য প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায়। গ্রেফতারির ছয়দিন পর পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানোর পাশাপাশি দলের সমস্ত পদ থেকে তাঁকে সরানো হয়। সাসপেন্ড করা হয় পার্থ চট্টোপাধ‍্যায়কে। এরপরেই নিজের খুশি জাহির করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। 



এদিন ফেসবুকে তিনি পোস্ট করেছেন, “ফোঁড়া ফেটে গিয়েছে...জয় বাংলা! জয় তৃণমূল.. জয় নেত্রী, জয় সেনাপতি!” পার্থকে সবকিছু থেকে বিতাড়িত করার পর দেবাংশুর এই পোস্ট যে কার্যত নিজের আনন্দেই তা স্পষ্ট দেবাংশুর আগের পোস্ট থেকে। 




এর আগে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ট্যুইট করে লেখেন, 'ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়, এমনটাই বলতেন ঠাকুমা। তাতে শরীর ভাল থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code