I S C পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় জলপাইগুড়ির স্বয়ম আগরওয়াল। ছেলের বড়সড় সাফল্যে খুশির হাওয়া পরিবারে।



SWAYAM AGARWAL



মোবাইল গেম খেলেও দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নেওয়া যায় তা প্রমান করে দিলো জলপাইগুড়ির স্বয়ম আগরওয়াল।




I S C পরীক্ষায় 99.25% নম্বর পেয়ে দেশে সম্ভাব্য তৃতীয় জলপাইগুড়ির স্বয়ম আগরওয়াল ( SWAYAM AGARWAL )। স্বয়ম জলপাইগুড়ি SAINT PAULS SCHOOL এর ছাত্র।




জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের বাসিন্দা। বাবা সুশীল আগরওয়াল ব্যবসায়ী। স্বয়মের আগামী লক্ষ্য চাটার্ড একাউন্টেন্ট হওয়ার।




স্বয়ম ক্রিকেট, ব্যাডমিন্টন সহ যে কোনও খেলা দেখতে পছন্দ করেন। স্বয়ম আরো জানান সে Pubg খেলতে ভালোবাসে।