বিষ দিয়ে ছাগল খুনের অভিযোগ, গভীর রাতে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, আজ হবে ময়নাতদন্ত


ছাগল




রবিবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলে পর পর ছয়টি ছাগলের মৃত্যু কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।

অভিযোগ, এলাকার একটি ছোটো চা বাগানের মালিক, জলের মধ্যে বিষ মিশিয়ে ছাগল কে খাইয়ে হত্যা করেছে ।

ছাগলের মৃত দেহ গুলো নজরে আসতেই ধীরে ধীরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ছাগলের মালিক ফারুক হুসেনের অভিযোগ, এলাকার নুরুল হক, এই কান্ড ঘটিয়েছে। ছাগল গুলোর অপরাধ চা বাগানে জন্মানো ঘাস খেয়ে ফেলা।

এদিকে ঘটনার খবর পেয়ে গভীর রাতে গ্রামে পৌছায় কতোয়ালি থানার পুলিশ, তবে গ্রামে ঢুকেই বিক্ষোভের মুখে পরতে হয় পুলিশকে, পরে মৃত ছাগলের দেহ গুলোর ময়নাতদন্ত করা হবে এমন আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই প্রসঙ্গে এলাকার পঞ্চায়েতের স্বামী বিষ্ণু রায় জানান আমরা অভিযুক্ত ব্যাক্তির শাস্তি দাবী করছি।

অপরদিকে পশু প্রেমী সংগঠনের কর্মী প্রীতম দাস এই ঘটনার নিন্দা করে বলেন, এমন ঘটনা প্রায় দিনই ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে, এটা বন্ধ হওয়া প্রয়োজন।