North Bengal News : রেকর্ড গরম উত্তরবঙ্গে, বৃষ্টি নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর , জেনে নিন আবহাওয়ার খবর

রেকর্ড গরম উত্তরবঙ্গে, বৃষ্টি নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর , জেনে নিন

North Bengal News



রেকর্ড গরম (Heat Wave) উত্তরবঙ্গে । ছোট শিশু থেকে বৃদ্ধ, অসুস্থের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কৃষকদের কপালে ভাঁজ। পাট, ভুট্টার মতন ধান চাষও বোধহয় শেষ হয়, এই দুশ্চিন্তায় ঘুম উড়েছে। বৃষ্টির আশায় চাতক পাখির মতন আশায় রয়েছে উত্তরবঙ্গ ।

কি বলছে আবহাওয়া দপ্তর , বৃষ্টি কবে নামবে উত্তরে ? AMFU-Pundibari, UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA এর পক্ষ থেকে জানানো হয়েছে - আগামী ১৬ থেকে ২০ জুলাই মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার, সম্ভাবনা আছে।




কোচবিহার- আগামী ১৬ থেকে ১৯ জুলাই মাঝারি বৃষ্টি, ২০ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার- আগামী ১৬ ও ১৭ জুলাই মাঝারি বৃষ্টি, ১৮ থেকে ২০ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

জলপাইগুড়ি- আগামী ১৬ থেকে ১৮ জুলাই মাঝারি বৃষ্টি, ১৯ ও ২০ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুর- আগামী ১৬ ও ১৭ জুলাই হালকা বৃষ্টি, ১৮ থেকে ২০ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Post a Comment

thanks