Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News : 'চোর ধরো জেল ভরো' এই দাবীতে সিপিআইএম এর মিছিল দিনহাটায়

'চোর ধরো জেল ভরো' এই দাবীতে সিপিআইএম এর মিছিল দিনহাটায় 


people in dinhata



টানা ২৬ ঘন্টা (ED)ইডি জেরার পর আজ সকালে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী,বর্তমান শিল্পমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও তার 'ঘনিষ্ঠ সঙ্গী' অর্পিতা মুখোপাধ্যায় কে আটক করা হয়েছে। এই অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা ছাড়াও আরো অনেক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আজ গোটা রাজ্য জুড়েই সিপিআইএম ও তাদের ছাত্র-যুব সংগঠন গুলি আন্দোলনে নেমেছে। আজ দিনহাটা শহরেও'চোর ধরো জেল ভরো' এই দাবীতে সিপিআইএম এর মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ অর্পিতা মুখোপাধ্যায় এর কঠোর শাস্তি সহ ssc দুর্নীতির সাথে যুক্ত সকলকে গ্রেফতারের দাবি ওঠে।

আজ দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা চৌপথি তে এসে শেষ হয়। তারপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি.পি.আই (এম) জেলা সম্পদকমন্ডলীর সদস্য প্রবীর পাল,জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী,দিলীপ সরকার,দিনহাটা এরিয়া কমিটি সম্পাদক দেবাশীষ দেব সহ অন্যান্যরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code