SSC SCAM: দুদিনের জেল হেফাজতে পার্থ
শনিবার সকালে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর তারপরেই ব্যাঙ্কশার আদালতে তোলা হয় তাঁকে। ১৪ দিনের জেল হেফাজত চায় ইডি।
এদিন ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত চায় ইডি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থর জামিনের আবেদন করেন। দু’পক্ষে সওয়াল-জবাব শেষে বিচারক ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। জেল হেফাজতে থাকতে হবে মন্ত্রীকে। দুদিন পর ইডির বিশেষ আদালতে পেশ করা হবে তাঁকে।
বিচারক ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতা বাড়তে থাকে। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। বিচারপতি প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করায় তাঁকে লকআপেই রাখা হয়।
জানা যায় মন্ত্রীর আইনজীবী আদালতে জানান, সিবিআই তাঁকে ইতিমধ্যে জেরা করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জেরা করতে পারে গ্রেফতার নয়। হাই কোর্টের স্পষ্ট নির্দেশ আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার খুশি জেরা করতে পারে, কিন্তু গ্রেপ্তার নয়। তাহলে ইডি কেন গ্রেপ্তার করল? একজন ৭০ বছর বয়সী মানুষের বাড়িতে আচমকাই গিয়ে জেরা করার চাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পাল্টা ইডি আইনজীবী জানান, সিবিআই আলাদা বিষয়ে তদন্ত করছে ইডি আলাদা। তাঁর বাড়ি থেকে ৭ টি দলিল ও বেশ কিছু পেন ড্রাইভ উদ্ধার হয়েছে, তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই দলিল জমির। সেসব কোথায়, কীভাবে, কার নামে রয়েছে, তার হদিশ পাওয়া জরুরি। অর্থনৈতিক অপরাধের সঙ্গে তা তুলনীয়। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর বিচারক ২ দিনের হেফাজতের নির্দেশ দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊