Latest News

6/recent/ticker-posts

Ad Code

COVID Vaccine Booster Dose: বুস্টার ডোজ প্রয়োগে নিয়ম পরিবর্তন কেন্দ্রের

COVID Vaccine Booster Dose: বুস্টার ডোজে প্রয়োগে নিয়ম পরিবর্তন কেন্দ্রের



COVID VACCINE


ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা টিকার বুস্টার ডোজে নিয়ম পরিবর্তন করলো কেন্দ্র। সাধারনত  ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার নিয়ম ছিল তা এখন কমিয়ে আনা হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। 



টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)- এর তরফে দ্বিতীয় এবং বুস্টার ডোজগুলির মধ্যে ব্যবধান কমানোর সুপারিশ করা হয়। 



করোনা থেকে বাঁচতে প্রথম দুই ডোজ ভ‍্যাকসিন নিলেও কার্যত বুস্টার ডোজ নিতে অনীহা বেশি রাজ‍্যে। রাজ্যবাসীর একাংশের মধ্যে বুস্টার ডোজে অনীহা দেখা দিচ্ছে বলে প্রশাসন সূত্রে দাবি। কেন্দ্রের নিয়ম-বিধির (Covid Restrictions) কারণেই অনীহা! 



প্রথমে বলা হয়েছিল, ১৮ থেকে ৫৯ বছর বয়সী সবাইকে এখন ৯ মাসে বুস্টার ডোজ দেওয়া হবে। তবে এখন সেই নিয়ম পরিবর্তন করে ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code