পরীক্ষাকেন্দ্রে ছাত্রীকে খুলতে হল অন্তর্বাস! NEET ঘিরে বিতর্ক 


Exam
প্রতীকী ছবি



পরীক্ষাকেন্দ্রে খুলতে হল অন্তর্বাস (Bra)। যা নিয়ে বিস্তর বিতর্ক অব‍্যাহত। কেরালায় ন‍্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আয়োজিত নিট (NEET) পরীক্ষায় বসতে যাওয়া এক ছাত্রীর অন্তর্বাস খুলে তারপর পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়ার অভিযোগ উঠেছে।




ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়ের বয়স ১৭। NEET দিতে এসে পরীক্ষাকেন্দ্রে অন্তর্বাস (Bra) খুলে নেওয়া দীর্ঘ তিন ঘন্টা অন্তর্বাস (Bra) ছাড়াই থাকতে হল তাঁকে। NEET-এর বুলেটিনে উল্লেখ ড্রেস কোড অনুযায়ী পোশাক পরে এরকম পরিস্থিতির শিকার। ড্রেস কোডে অন্তর্বাস নিয়ে কিছু বলা ছিল না বলেও জানিয়েছেন তিনি।




ইতিমধ‍্যে এই ঘটনায় যারা অন্তর্বাস খুলতে বাধ‍্য করেছে তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে কেরালা মানবাধিকার কমিশনও। কোল্লাম জেলার পুলিস সুপারকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে কমিশন।




পরীক্ষাকেন্দ্রে অন্তর্বাস খোলার ঘটনার অভিযোগ উড়িয়ে দিয়েছে ন‍্যাশনাল টেস্টিং এজেন্সি। স্পষ্ট বক্তব্য, এরকম কোনও অভিযোগ বা মেইল তারা পায়নি। পাশাপাশি, তারা এটাও জানিয়েছে যে, এরকম কিছু বলাও নেই ড্রেসকোডে।