Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আলবিদা', আদনান সামির পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা

'আলবিদা', আদনান সামির পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা





বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি (Adnan Sami)। আর সেই আদনান সামি নিজের instagram হ্যান্ডেলের সমস্ত পোস্ট ডিলিট করে দিয়ে শেষ পোস্ট দিলেন আলবিদা। আর এই পোস্ট ঘিরেই উদ্বিগ্ন অনুরাগীরা।



কি হল হঠাৎ? নিজের instagram হ্যান্ডেলের সমস্ত পোস্ট ডিলিট করলেন কেন? তিনি কি সোশ‍্যাল মিডিয়া ছাড়লেন? নাকি তিনি ইন্ডাস্ট্রি ছাড়লেন? কেন এমন মোশন পোস্টারে আলবিদা? একাধিক প্রশ্ন এখন ঘুরছে অনুরাগীদের মনে।



ইতিমধ‍্যেই ওই পোস্টের কমেন্ট বক্সে একাধিক প্রশ্ন তুলছেন নেট অনুরাগীরা। কিছুদিন আগেই পরিবার সহ মালদ্বীপে ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যায় মেদ ঝড়িয়ে রোগা হয়েছেন তিনি। 'আলবিদা' পোস্টে উদ্বেগজনক কমেন্টের পাশাপাশি তাঁরা এমনটাও ভাবছেন যে, তাহলে কি নতুন কিছু শুরু করতে চলেছেন আদনান সামি? আর সে কারণেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন?



তবে কেন হঠাৎ নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলের সব পোস্ট ডিলিট করে আলবিদা জানালেন তার কোনো উত্তর এখনো মেলেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code