Latest News

6/recent/ticker-posts

Ad Code

Arpita Mukherjee, SSC Scam : রাতভর নোটের গণনায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৯ কোটি ৯০ লক্ষ টাকা !

Arpita Mukherjee :  মোট কত উদ্ধার হলো বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ! 

Arpita Mukherjee




এখনো পর্যন্ত পাওয়া খবরে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) রাতভর নোটের গণনায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৯ কোটি ৯০ লক্ষ টাকা। যদিও ইডি এখনো পর্যন্ত বিস্তারিত বিবৃতি দেয়নি। 


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শুধু ঘরের আলমারি নয়, টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ (Partha Chatterjee) অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটের বাথরুম থেকেও।


১৮ ঘণ্টা তল্লাশির পর নগদ টাকার সাথে ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির দলিল উদ্ধার করেছে তদন্তকারী দল।


প্রায় ১০ টি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, সোনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা।


প্রসঙ্গত SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee ) বিপুল সম্পত্তির হদিশ মিলেছে এর আগেই। গতকাল ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। রাতভর চলে টাকা উদ্ধার ও গননার কাজ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code