Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam : পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে চুরি ! নাকি নথি গায়েবের চেষ্টা !

পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে চুরি ! নাকি নথি গায়েবের চেষ্টা !

partha chatterjee




টালিগঞ্জের পর বেলঘরিয়ায় যখন পার্থ চ্যাটার্জীর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখার্জীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি, সেই মুহূর্তে পার্থ চ্যাটার্জীর বাগান বাড়িতে চুরির ঘটনা ঘটলো ।




ঘটনায় জানা যায়, গতকাল রাত্রে বারুইপুরের পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে রাত্রি দেড়টা নাগাদ চার জন ব্যক্তি চারচাকার একটি গাড়িতে করে এসেছিলেন ।




প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমে জানিয়েছে , গতকাল রাত্রে কয়েকজন ব্যক্তি এই বাগান বাড়িতে আসে।

এই ঘটনায় প্রশ্ন উঠছে, যখন পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতার বিভিন্ন ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেই সাথে বিভিন্ন কাগজপত্রও উদ্ধার হচ্ছে সেই মুহূর্তে গতকাল পার্থের বাগানবাড়িতে এই চুরির ঘটনা নিছকই চুরির নাকি নথিপত্র লোপাটের চেষ্টা ?


ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ ঘিরে ফেলেছে বাগানবারির এলাকা। শুরু হয়েছে তদন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code