Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam: প্রায় ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ! ইডি দফতর থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য

SSC Scam: প্রায় ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ! ইডি দফতর থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য


Manik bhattacharjee




প্রায় ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ! ইডি দফতর থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য।স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে বুধবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। 


সকাল পৌনে দশটা নাগাদ সিজিও (CGO) কমপ্লেক্সে পৌঁছন মানিক ভট্টাচার্য। বেড়োলেন রাত ১২টা ২০ নাগাদ। কেটে গিয়েছে প্রায় ১৪ ঘণ্টা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সকাল সাড়ে দশটা থেকে, দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।



গত শুক্রবার, মানিক ভট্টাচার্যের যাদবপুরে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৪টি সিডি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বলে সূত্রের খবর। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সিডি থেকে, বেআইনি ভাবে নিয়োগ হওয়া সেই সব প্রার্থীদের নাম, ফোন নম্বর ও ইমেল পাওয়া গিয়েছে। তল্লাশির সময়, মানিক ভট্টাচার্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সূত্রের খবর, সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু নথি, তথ্য ও মেসেজ পাওয়া গিয়েছে। এই বিষয়েই বুধবার, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন মানিক ভট্টাচার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code