President Oath: ২৫ জুলাই তারিখেই শপথ নেন অধিকাংশ ভারতীয় রাষ্ট্রপতি, কেন?
২৫ জুলাই, ২০২২ দেশের ১৫ তম রাষ্ট্রপতি (President of India) হিসেবে শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
১৯৭৭ সাল থেকে রাষ্ট্রপতিদের ২৫শে জুলাই শপথ নেওয়া শুরু করে। আর তারপর থেকে আজও ওই দিনেই শপথ নেন ভারতের রাষ্ট্রপতি। এদিন প্রথমবার শপথ নিয়েছিলেন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি।
স্বাধীনতার পরে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. রাজেন্দ্র প্রসাদ (Dr. Rajendra Prasad)। তিষি শপথগ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ১৯৫৭ সালে রাজেন্দ্র প্রসাদই পুনর্নির্বাচিত হন। কিন্তু এর পরে জাকির হুসেন এবং ফকরুদ্দিন আলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাঁরা তাঁদের টার্ম সম্পূর্ণ করতে পারেননি। জাকির হুসেন (Zakir Hussain) শপথ নিয়েছিলেন ১৯৬৭ সালের ১৩ মে। তিনি প্রয়াত হন ১৯৬৯ সালের ৩ মে। তাঁর প্রয়াণের পরে ভিভি গিরি ২৪ অগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন ফকরুদ্দিন আলি আহমেদ। তিনিও তাঁর টার্ম শেষ করতে পারেননি।
এরপর, ১৯৭৭ সালের ২৫ জুলাই তারিখেই রাষ্ট্রপতি হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। যিনি ঘটনাচক্রে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি এবং পাঁচ বছর রাষ্ট্রপতি ছিলেন। এরপর, ভারতের সকল রাষ্ট্রপতি শপথ নিয়েছেন ওই ২৫ জুলাই। তাঁরা প্রত্যেকেই তাঁদের টার্ম অর্থাৎ ৫ বছর করে রাষ্ট্রপতি ছিলেন। ফলে ২৫ জুলাই তারিখটি রাষ্ট্রপতির শপথের দিন হিসেবেই মান্যতা পেয়ে গিয়েছে।
২৫শে জুলাই এখনও পর্যন্ত ৯ জন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন এবং দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) হতে চলেছেন দশম রাষ্ট্রপতি যিনি ওই তারিখেই শপথ নিচ্ছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊