Latest News

6/recent/ticker-posts

Ad Code

Post Office : পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা গায়েব ! তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকের

Post Office : পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা গায়েব ! তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকের 


Post Office



বলরামপুর,১৯ জুলাই : 

পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা গায়েব করার অভিযোগ উঠলো পূর্বতন পোস্ট মাস্টারের বিরুদ্ধে। সম্প্রীতি ঘটনাটি নজরে আসায় মঙ্গোলবার পোষ্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বলরামপুরের পোষ্ট অফিসের এই ঘটনায় চাঞ্চল্য তৈরী হয় সংশ্লিষ্ঠ এলাকায়। জানাযায় বলরামপুর ১ জিপির বলরামপুর হাই স্কুল এবং জিপি অফিস সংলগ্ন কেন্দ্রীয় সরকারের অধীনে এই পোস্ট অফিসে বেশ কয়েক বছর ধরে পোস্ট মাস্টার হিসাবে কর্মরত দেওয়ান হাটের যুবক রাজীব ধর।


কয়েক বছর ধরে কর্মরত থাকায় সাধারণ মানুষের সাথে তার সু-সম্পর্ক তৈরী হয়। সেই সুবাদে প্রচুর গ্রাহক পেয়েছেন তিনি। গ্রাহকদের অভিযোগ যে বিভিন্ন সময়ে টাকা জমা রাখতে আসলে একটা সাদা কাগজে সই করে টাকা রেখে দিতেন, কোনও রিসিভ কপি দিতেন না ।

এছাড়াও আরও অভিযোগ গ্রাহকদের অ্যাকাউন্ট বই রেখে দিতেন মাসের পর মাস। গ্রাহকরা টাকা তুলতে গেলে তাদের বিভিন্ন বাহানা দিয়ে ঘোরানো হত। ইতিমধ্যে ঐ পোস্ট মাস্টার বদলি হয়ে দিনহাটার নিগম নগরে কাজে যোগ দান করেন। গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়।

সম্প্রীতি তারা দেওয়ান হাট অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন অনেকের টাকা জমা পরেনি। এমনও গ্রাহক রয়েছে যারা অ্যাকাউন্ট খুলে টাকা রাখবেন বলে টাকা দিয়েছেন অথচ মূল অফিসে খোঁজ নিয়ে জানা যায় ঐ ব্যাক্তির নামে কোনও অ্যাকাউন্ট বা টাকা জমা নেই।

বাধ্য হয়ে তারা ঐ পোস্ট মাস্টারের কাছে যান। তিনি বিভিন্ন বাহানা দেখাতে থাকেন বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রাহকরা আজ পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধতন কতৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার আবেদন জানালে বিক্ষোভ উঠে যায়। তারা জানান তাদের বহু কষ্টার্জিত টাকা গায়েব করা ঐ পোস্টমাস্টার তাদের টাকা ফিরিয়ে দিক এবং উর্দ্ধতন কতৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।


বিক্ষোভকারীরা জানান সরকারী সংস্থায় টাকা রেখেও যদি প্রতারিত হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।

এদিকে যে পোস্ট মাস্টারের বিরুদ্ধে অভিযোগ, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code