রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বিডিওর ভিডিও বার্তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বিডিওর ভিডিও বার্তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম কোনো বিডিও সরাসরি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার এবং সাধারণ জনগণকে তার সুফল নিতে আবেদন জানালেন। আর এই ঘটনায় রীতিমত হৈ চৈ শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের ১নং ব্লকে।
সম্প্রতি ১নং ব্লকের বিডিও হিসাবে কাজে যোগ দিয়েছেন অভিরূপ ভট্টাচার্য। আর তিনি ব্লকের দায়িত্ব পেয়েই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি অভিরূপবাবুর একটি ভিডিও বার্তা সোস্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। আর তাকে ঘিরেই এখন গোটা জেলা জুড়ে হৈ চৈ শুরু হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, তাঁরা রীতিমত অবাক হয়েছেন বিডিওর এই কর্ম পদ্ধতি দেখে। রীতিমত প্রশংসার যোগ্য। যে কাজ জনপ্রতিনিধিরা করেন সেই কাজ তিনি সোস্যাল মিডিয়ার মাধ্যমে করছেন। এর ফলে সাধারণ মানুষও আকৃষ্ট হচ্ছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান ১নং ব্লকের বিডিও এই কাজ করে দেখিয়েছেন। শম্পা ধাড়া জানিয়েছেন, তাঁকে দেখে অন্যান্য ব্লকের বিডিওরাও নিশ্চয়ই উদ্বুদ্ধ হবেন। এতে সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ আরও বেশি করে পাবেন।
খোদ বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবনারায়ণ গুহ জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির বক্তব্যকে অনেক সময়ই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়ে থাকে। ফলে তার সুফল ও কুফল দুইই থাকে। কিন্তু যখন খোদ বিডিও এব্যাপারে বার্তা দিচ্ছেন তখন তার গ্রহণযোগ্যতা আরও বাড়ছে। তিনি জানিয়েছেন, বর্ধমান ১নং ব্লকের বিডিও-র এই কাজ রীতিমত প্রশংসার যোগ্য। উল্লেখ্য, বিডিও হিসাবে প্রথম অভিরূপবাবু কাজে যোগ দিয়েছেন। কাজে যোগ দিয়েই তিনি গোটা ব্লকের একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কাজে হাত লাগিয়েছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে অসংখ্য প্রকল্প ঘোষণা করেছেন সে বিষয়ে গ্রাম গঞ্জের মানুষরা অনেকেই কিছু জানেন না। কিন্তু তাঁর পক্ষে গ্রামে গ্রামে গিয়ে সবসময় এ বিষয়ে প্রচার করা সম্ভব নয়। যেহেতু সোস্যাল মিডিয়া এখন একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম তাই সেই মাধ্যমকেই ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা নিতে এই ব্লকের ৯ জায়গায় অবস্থিত বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষকে যাবার জন্য বলছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী থেকে রুপশ্রী, কন্যাশ্রী, রেশন কার্ড প্রভৃতি যাবতীয় বিষয় নিয়ে বিএসকে-তে যাবার আবেদন জানাচ্ছেন বিডিও। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর এই ভিডিও বার্তা দেখে বহু মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে যোগাযোগ করছেন বিএসকেগুলিতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊