আবহাওয়ার খবর - আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ! জেনে নিন আগামী ১ সপ্তাহের Weather Update

Weather News - North Bengal - আবহাওয়ার খবর


Weather News


আবহাওয়ার খবর (weather report) - আগামী ৪৮ ঘণ্টার মধ্যে  উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে বেশ কিছু জায়গায় বর্ষা প্রবেশ (Monsoon) করতে চলেছে। এই সমস্ত জায়গায় আগামী দিনে হালকা থেকে মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে (Monsoon)। তবে দক্ষিনবঙ্গে বর্ষা আসতে এখনো দেরি আছে আপাতত আগামী দিনে প্রাক বর্ষার (Monsoon) বৃষ্টি জারি থাকবে (weather report)


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (weather report) - 

কোচবিহার (Coochbehar weather report)- আগামী ১ ও ২ জুন মাঝারি বৃষ্টি, ৩ থেকে ৫ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


আলিপুরদুয়ার (Alipurduar weather report)- আগামী ১ ও ২ জুন মাঝারি বৃষ্টি, ৩ থেকে ৫ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


জলপাইগুড়ি (Jalpaiguri weather report)- আগামী ১ ও ২ জুন মাঝারি বৃষ্টি, ৩ থেকে ৫ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর (Uttar dinajpur weather report)- আগামী ১ জুন হালকা বৃষ্টি, ও ২ থেকে ৫ জুন মাঝারি বৃষ্টির, সম্ভাবনা আছে।


কেরালা তে মৌসুমি বায়ু (Monsoon) ঠিক সময়ের ২ দিন আগে পৌঁছেছে, সমগ্র পশ্চিমবঙ্গেও ৮ থেকে ১০ তারিখ এর মধ্যে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা আছে। এই বছর স্বাভাবিক বৃষ্টিপাতের (Monsoon) সম্ভাবনা আছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ