জেলা পুলিশের উদ্যোগে গঙ্গাজলঘাটি থানার পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের
রঞ্জিত ঘোষ,বাঁকুড়া
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য হয়।
প্রতিবছর গ্রীষ্মের সময় রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত থাকে। ফলে সমস্যায় পড়েন রোগীরা। সেই রক্তসংকট মেটানোর জন্য বাঁকুড়া জেলা পুলিশের উৎসর্গ কর্মসূচির মাধ্যমে ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন থানায় রক্তদান কর্মসূচির আয়োজন করছে।
মঙ্গলবার জেলার গঙ্গাজলঘাটি থানার পরিচালনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। গঙ্গাজলঘাটি থানা চত্বরে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার বহু যুবক রক্ত দান করেন।
এদিনের এই রক্তদান শিবিরে মোট ১০৬ জন রক্ত দাতা রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাঁকুড়া জেলা পুলিশ এবং গঙ্গাজলঘাটি থানার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি মানুষেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊