Holiday: মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি পর্ষদের, বন্ধ পরীক্ষা গ্রহন
![]() |
file picture |
আজ ৩০শে জুন হুল দিবস (Hul Diwas)। রাজ্য সরকার আগেই হুল দিবসে ছুটি (Holiday) ঘোষনা করেছিল। তবে, সেই হুল দিবসের ছুটি নিয়ে তেমনভাবে হেলদোল ছিল না ? মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে ৩০শে জুন কোনো বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিল পর্ষদ (WBBSE)। ফলে বিড়ম্বনায় রাজ্যের বিদ্যালয় গুলি।
গতকাল বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 30জুন একাদশ-দ্বাদশ শ্রেণির কোনো থিওরী ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যাবে না। এদিকে পর্ষদের সূচী অনুযায়ী রাজ্যের বেশ কিছু স্কুলে চলছে প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন। কারণ, ২৮শে জুন থেকে ৬ই জুলাইয়ের মধ্যে পরীক্ষা নিতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ (WBBSE)।
গতকাল সন্ধায় DSE, DI, SI অফিস থেকে HM/TICদের whatsapp মেসেজে বা ফোন বার্তায় জানানো হয়, এই উপলক্ষে 30 তারিখ শুধুমাত্র xi-xii এর পরীক্ষা স্থগিত নয়, বিদ্যালয়ে কোনোরকম পরীক্ষাই রাখা যাবে না। এরপর আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত পর্ষদের একটি বিজ্ঞপ্তি বের করতে বলা হয় এবং অবশেষে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মধ্যরাত্রে।
দেখুন পর্ষদের বিজ্ঞপ্তি: CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊