WB Teachers Recruitment : কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ , 15 july এর মধ্যেই দিতে হবে তালিকা
স্কুল সার্ভিস কমিশনের ( west bengal school service commission) নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মেধাতালিকা ১৫ জুলাইয়ের মধ্যে পার্ট নম্বর সহ প্রকাশ করতে হবে। মেধা তালিকা নিয়ে ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা উচ্চ আদালত জানিয়েছ- ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভাজন মেধা তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর সহ তালিকা (WB Teachers Recruitment) প্রকাশ করতে হবে । আদালত জানিয়েছে, আগামী ১০ দিনে এই নির্দেশ পালন করতে হবে।
এনআইসি' (NIC) কে এই মামলায় যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি'কে একটি দিন ঠিক করে সিবিআই (CBI), এনআইসি (NIC) এক্সপার্টদের রেখে ডাটা রুম থেকে ওই তথ্য বের করতে হবে। অর্থাৎ ৩০ June এর মধ্যে Data Room খুলতে হবে এবং ১৫ July এর মধ্যে সব কাজ করতে হবে কমিশন কে (wbssc)।
অর্থাৎ এদিনের উচ্চ আদালতের আদেশে, নবম দশম ও একদশ দ্বাদশ এ নাম্বার এর ব্রেক আপ, সাথে আবেদন পত্রের (application form) এর link খুলতে চলেছে । সাথে Data Room ও Open হতে চলেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊