WB Primary Teachers : ৯ বছর আগে ৯ লাখ, মেলেনি প্রাথমিক শিক্ষকের চাকরী, অবাক করা কান্ড যুবকের !

WB Primary Teachers : ৯ বছর আগে ৯ লাখ, মেলেনি প্রাথমিক শিক্ষকের চাকরী, এবার পায়ে ধরে টাকা আদায়ের চেষ্টা যুবকের  

two man with byke
ছবিঃ সংগৃহীত


WB Primary Teachers : ইতিমধ্যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন। সংখ্যাটা আরও বৃদ্ধি হতে পারে। ইতিমধ্যে রাজ্যের শিক্ষিত মানুষ আশার আলো দেখতে পাচ্ছেন। দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের (WB Primary Teachers) দাবী তারা অনেকদিন থেকেই করে আসছেন। আর তাই হয়তো, যারা ঘুষ দিয়ে চাকরী পাওয়ার চেষ্টা করেছিলেন তারা বুঝে গেছেন টাকা দিয়ে চাকরী সম্ভব নয়।


এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের ইলামবাজার। যা নিয়ে ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।




ঘটনায় প্রকাশ শিক্ষক চাকরী প্রার্থী অসীম সিংহের দাবি প্রাইমারী শিক্ষকের চাকরী (WB Primary Teachers) দেওয়ার জন্য ২০১২ সাল ৯ লাখ টাকা নিয়েছিলেন রতন মণ্ডল নামের এক ব্যক্তি। ১০ বছরেরও বেশি কেটে গেলেও চাকরী তো দূরঅস্ত সম্পূর্ণ টাকাও ফেরত দেননি।


এই পরিস্থিতিতে তৃণমূল নেতার পা ধরে টাকা ফেরত চাইলেন যুবক। আর সেই ছবিই এখন ভাইরাল স্যোসাল মিডিয়ায়।


অভিযোগকারী অসীম সিংহের দাবি, "জমিজমা বিক্রি করে টাকা দিলেও চাকরি (WB Primary Teachers) হয়নি। নিজের পুরো টাকাও ফেরত পাননি। এখনও এক লক্ষ ৮০ হাজার টাকা পাবেন তিনি। টাকা চাইতে গেলে বার বার দেব দেব বলছে । কিন্তু দিচ্ছে আর না! হাতে-পায়ে পড়ে নিজের টাকা চাইলাম। ওই টাকা দিলে বাবার চিকিৎসা করতে পারি।"


এদিকে অভিযুক্ত রতন অবশ্য দাবি করেন, মিথ্যা অভিযোগ করে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

Post a Comment

thanks