Rhea Chakraborty shares unseen pics with Sushant Singh Rajput

Sushant Singh Rajput



14 জুন, 2022, সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দিন, রিয়া চক্রবর্তী, যিনি প্রকাশ্যে সুশান্তের সাথে ডেটিং করার কথা স্বীকার করেছিলেন, সেই প্রেমিকা রিয়া সুশান্তের সাথে কাটানো একান্ত মুহূর্তের কিছু ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার করলেন।


Rhea Chakraborty ,Sushant Singh Rajput


মঙ্গলবার, রিয়া সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সুশান্তের সাথে কয়েকটি অদেখা ছবি পোস্ট করেছেন।সুশান্ত 14 জুন, 2020-এ মারা যান। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে, রিয়া অদেখা কিছু ছবি শেয়ার করে সুশান্তকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, "প্রতিদিন তোমাকে মিস করি" ।


Rhea Chakraborty, Sushant Singh Rajput