আবার বাড়তে চলেছে গরমের ছুটি ! পুরো জুন মাস বিদ্যালয় বন্ধ থাকবে !


বিদ্যালয় ছুটি



গরমের জন্য ১৫ জুন পর্যন্ত বিদ্যালয় ছুটির (summer vacation) ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই শিক্ষাদপ্তর ছুটি ঘোষণা করে। আগামী ১৬ জুন থেকে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হওয়ার কথা। তবে আবারও ছুটি (summer vacation) বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।


একাধিক সংবাদপত্রে প্রকাশ, সম্প্রতি দধি-চিরা অনুষ্ঠানে গরমে বেশ কয়েকজন পূণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। উত্তরবঙ্গে যদিও লাগাতার বৃষ্টি চলছে, তবে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করেনি। যার ফলে বিদ্যালয় খুলে গেলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে এই বিষয়ে (summer vacation) কথা বলেছেন বলে বিভিন্ন সংবাদ সূত্রে দাবী।

প্রকাশিত সংবাদ অনুসারে আগামী ১৬ জুন থেকে আবারও ছুটি (summer vacation) বৃদ্ধি হতে পারে। যদিও এই বিষয়ে রাজ্য শিক্ষাদপ্তর এখনো পর্যন্ত কোন বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।