সাতসকালে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 4.0
মেঘালয়ের তুরা থেকে 43 কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আজ সকাল ৬ টা ৩২ মিনিট নাগাদ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
সোমবার সাতসকালে কেপে উঠে মেঘালয়ের বিস্তির্ণ এলাকা। জানাগিয়েছে, এই ভূকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.০ , যদিও কোন ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
National Center for Seismology এর পক্ষ থেকে জানানো হয়েছে - "4 .0 মাত্রার ভূমিকম্পটি মেঘালয়ের তুরা থেকে 43 কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে সকাল 6:32 মিনিটে ঘটে।"
Read More:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊