North Bengal Weather Today : উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা !
উত্তরবঙ্গ (north bengal) জুড়ে আগামী 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে (weather report)। Weather of West Bengal গ্রুপের মতে-আগামী দিনে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর মূলত কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত যার ফলে আগামী দিনে ভারী বৃষ্টির (weather report) সম্ভাবনা রয়েছে।
এরফলে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে ধ্স এবং কিছু জায়গায় বন্যার মতন পরিস্থিতি হতে পারে। এমনকি উত্তরবঙ্গের সমস্ত নদীগুলি আগামী দিনে জলস্ফীতি বাড়বে।
এখন জেনে নিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার (weather report today in my location) আগামী কয়েকদিনের আবহাওয়ার সংবাদ (Weather News)-
কোচবিহার- আগামী ১৩ জুন মাঝারি বৃষ্টি, ১২ ও ১৪ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১৫ জুন ভারী বৃষ্টির (weather report) সম্ভাবনা আছে।
জলপাইগুড়ি - আগামী ১৩ জুন মাঝারি বৃষ্টি, ১৪ ও ১৫ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির (weather report) সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ার- আগামী ১৩ জুন মাঝারি বৃষ্টি, ১২ ও ১৪ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১৫ জুন ভারী বৃষ্টির (weather report) সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর- আগামী ১৫ জুন পর্যন্ত মাঝারি বৃষ্টির (weather report) সম্ভাবনা আছে।
Read More:
- Local News : ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ে ছাই বাইক,গুরুতর আহত বাইক চালক
- Bangla Recipe - ইলিশ মাছের কোরমা-Delicious Hilsha Fish Korma Bangla Recipe
- HS Result 2022 : উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ না হওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের
- Selfie - মাথাভাঙ্গায় সেলফিতেই কেড়ে নিলো তরতাজা যুবকের প্রাণ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊