WB School Reopen: কবে খুলছে স্কুল নাকি থাকছে বন্ধ? জারি বিজ্ঞপ্তি


School Reopen
STUDENTS ( FILE PICTURE)





গরমের দীর্ঘ ছুটি কাটিয়ে খুলছে স্কুল (WB School Open)। আগামী ২৭শে জুন, সোমবার থেকে খুলছে রাজ্যের স্কুল গুলি(WB School Open)। ধাপে ধাপে এবছর বেড়েছে গরমের ছুটি। অবশেষে ২৬শে জুন ছুটির রেশ কাটিয়ে ২৭শে জুন থেকে স্কুল মুখী হবে পড়ুয়ারা। ইতিমধ্যেই স্কুল খোলার(WB School Open) বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর।



স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে কোভিড বিধি মেনে চলার কথা বলার পাশাপাশি বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ যাতে না বাড়ে, তাও খেয়াল রাখতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিষ্কার রাখতে। একইসঙ্গে মিড-ডে মিল নিয়ে সচেতন থাকতেও বলা হয়েছে।



পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ২৬শে জুলাই, ২০২২ স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন ও পঠন পাঠনের উপযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।



২৫শে জুন ২০২২ থেকেই সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে বিদ্যালয়ের উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



কড়া কোভিড বিধি ও সতর্কতা মেনেই খোলা যেতে পারে হোস্টেল এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।



পাশাপাশি জানানো হয়েছে West Bengal Health & Family welfare দপ্তরের তরফে দেওয়া বিধি অনুসারে ওয়েবসাইটে করোনা সতর্কতা সম্পর্কিত গাইডলাইন দেওয়া আছে। তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।