Presidential Election: NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
আগামী ১৮ই জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর তার আগে আজ প্রার্থীর নাম ঘোষনা করেছে বিরোধী জোট। এবার প্রার্থীর নাম ঘোষনা করলো বিজেপি। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু।
এদিন বিজেপি তথা এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষনা করেন জেপি নাড্ডা। তিনি জানান, ২০জনের নাম নিয়ে আলোচনা হয়েছে। তারপরেই দ্রৌপদী মুর্মুর নামে সিলমোহর। ওড়িশার মন্ত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু। দলিতের পর রাষ্ট্রপতির নির্বাচনে এই প্রথম আদিবাসী প্রার্থী। পেশায় শিক্ষিকা ছিলেন দ্রৌপদী মুর্মু।
২০০৪ সালে ওড়িশার রাইরঙ্গপুর থেকে বিজেপি বিধায়ক হন তিনি। এরপর ২০০৬ ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী। ২০০৭ সালে সেরা বিধায়ক হিসেবে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা।
মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊