কলেজের ১২৫ বছর বর্ষপূর্তিপূর্তি অনুষ্ঠানে ব্রাত্য স্থানীয় বিজেপি বিধায়ক





অভীক মিত্র - 


বীরভূম জেলার হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তালিকায় ব্রাত্য দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহা । দুবরাজপুর বিধানসভাকেন্দ্র অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ । 




বুধবার অর্থাৎ ২২শে জুন সাংবাদিক বৈঠক করেন কলেজ অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় । ছিলেন অধ্যাপক তপন গোস্বামী এবং লালনচন্দ্র মন্ডল । ২৪শে জুন অর্থাৎ শুক্রবার সকালে কলেজ প্রতিষ্ঠাতা মহারানী পদ্মাসুন্দরী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে । প্রাক্তন অধ্যক্ষ গোপাল মজুমদারের মূর্তি উন্মোচন করা হবে । ২৪,২৫ ও ২৬শে জুন তিনদিন ধরে চলবে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান ।




এরপর এক ভিডিও বার্তায় দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা বলেন, "কলেজের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে 'আমরা ওরা' করছে তাতে পরোক্ষে দুবরাজপুরের শিক্ষা অনুরাগী,ছাত্র ছাত্রীদের অপমান করা হচ্ছে । আমন্ত্রিত অতিথি তালিকায় যাদের নাম আছে তাদের অনেককে সিবিআই ডাকছে । " প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৯৭ সালে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন মহারানী পদ্মাসুন্দরী দেবী ।