পুজোর মরশুমে নতুন চমক নিয়ে আসছে রাজ আমলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা


নতুন চমক নিয়ে আসছে রাজ আমলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা


কোচবিহার, সংবাদ একলব্যঃ 

পুজোর মরশুমে (Durga Puja 2022) নতুন চমক নিয়ে আসছে রাজ আমলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। 

কোচবিহার সহ উত্তরের বিভিন্ন জেলায় পঞ্চাশটি ইলেকট্রিক বাস (Electric Bus) পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার কোচবিহারের সাংবাদিক সম্মেলন করেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পুজোর মরশুমে (Durga Puja 2022) এই পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি। 


সম্প্রতি, এই বাস গুলির ব্যাপারে রাজ্য পরিবহণ দফতরকে অনুমোদন পাঠানো হয়েছিল, আর সেই অনুমোদনে সীলমোহর দিয়ে এই বাস পরিষেবা চালু হচ্ছে বলে জানা গেছে। 

এছাড়াও কোন কোন রুটে বাস চলবে সে বিষয়েও আলোকপাত করেন পার্থ বাবু। প্রাথমিকভাবে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত ইলেকট্রিক বাস পরিষেবা চালু করবে এন বি এস টি সি (NBSTC) পরবর্তী সময়ে এই বাস পরিষেবা রুট আরো বাড়ানো যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা শুরু করা হয়েছে।