ইচ্ছে ডাক্তার হবে, পড়ার পাশাপাশি পছন্দ গান, যুগ্মভাবে প্রথম রৌনক

rounak mandal



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:- 


693 নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে যুগ্ম প্রথম স্থান অধিকার করলো বর্ধমান সি এম এস হাই স্কুলের ছাত্র রৌনক মন্ডল।সকাল নটায় টিভিতে প্রথম জানতে পেরে রৌনক। রৌনকের এই সাফল্যের খবর পেয়ে রৌনকের বাড়ি পৌছায় বর্ধমান তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল ও সেখ আলম।রৌনকের বাড়ি পৌছয় স্থানীয় লোকজন। 



24 ঘন্টার মধ্যে প্রায় 8 ঘন্টা পড়াশোনা করতো বলে জানায় রৌনক।গৃহ শিক্ষকের সংখ্যা ছিলো 7জন।পড়াশুনার পাশাপাশি গান গাইতে পছন্দ করে রৌনক।মানুষকে সেবা করার পাশাপাশি একজন অসুস্থ মানুষ কে সুস্থ করা এবং একজন নতুন শিশুকে জন্ম দেওয়ার যে আনন্দ সেই আনন্দ পেতে আগামী দিনে ডাক্তার হতে চায় রৌনক।




এই সাফল্যের পিছনে তার মা বাবার পাশাপাশি তার স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষক দের অবদান আছে বলে জানায় রৌনক। আর কি বলছে সে জানুন ভিডিওতে-