IND vs SA: আজ মুখোমুখি ভারত-দক্ষিন আফ্রিকা, কখন, কোথায় দেখবেন ম‍্যাচ? দলে রয়েছেন কারা?

IND vs SA: আজ মুখোমুখি ভারত-দক্ষিন আফ্রিকা, কখন, কোথায় দেখবেন ম‍্যাচ? দলে রয়েছেন কারা?





আজ ম্যাচ

প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা



খেলার স্থান: 

অরুণ জেটলি স্টেডিয়াম, নয়াদিল্লি



খেলার সময়: 

স্থানীয় সময় সন্ধে ৭টায় ম্যাচ শুরু


কোথায় দেখা যাবে: 

এই ম‍্যাচ সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে। 



ভারতের প্রথম একাদশ

ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও আবেশ খান।



দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েনি পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।




একটানা সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নিরিখে ভারত যুগ্মভাবে তালিকার এক নম্বরে রয়েছে। টিম ইন্ডিয়া তাদের শেষ ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েছে। এছাড়া ১২টি করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে আফগানিস্তান ও রোমানিয়া। সুতরাং, দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারাতে পারলেই টানা ১৩টি ম্যাচ জিতে এককভাবে বিশ্বরেকর্ডের অধিকারী হবে ভারত। সেক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ডের সঙ্গে নাম জড়িয়ে যেতে পারে ঋষভ পন্তের।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ