উচ্চ মাধ‍্যমিক পাশ করলেই Scholarship ৫০হাজার টাকা দিচ্ছে GP Birla! জানুন বিস্তারতি


Scholarship



উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ করলেই বাৎসরিক ৫০ হাজার টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ। হ‍্যাঁ, ঠিক দেখছেন। পশ্চিমবঙ্গে যারা উচ্চ মাধ‍্যমিক পাশ করেছেন তাঁরা জিপি বিড়লা স্কলারশিপের (G. P. Birla Scholarship) মাধ‍্যমে বাৎসরিক ৫০ হাজার টাকা স্কলারশিপ পেতে পারেন। জিপি বিড়লা স্কলারশিপ ফাউন্ডেশন (G. P. Birla Scholarship Foundation) এর তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।




জুলাই মাস থেকে শুরু হবে জিপি বিড়লা স্কলারশিপের (G. P. Birla Scholarship) আবেদন গ্রহন। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই করা যাবে আবেদন। যারা অনলাইনে আবেদন করতে চান তারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া যে সমস্ত আবেদনকারী অফলাইনে আবেদন করতে চান তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে এর সঙ্গে আবেদনপত্রটি ভালোভাবে ফিলাপ করে সেটি একটি খামে ভরে জমা দিতে হবে।




প্রয়োজনীয় ডকুমেন্ট:

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2. উচ্চ মাধ্যমিক পাস মার্কশিট ও সার্টিফিকেট

3. পাসপোর্ট সাইজের ফটোকপি

4.ইনকাম সার্টিফিকেট

5. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট

6. ব্যাংকের পাস বই

7. কালার ফটোকপি

8. ভর্তির রশিদ




অনলাইন আবেদন করতে ক্লিক করুন: http://www.gpbirlaedufoundation.com/




অফলাইন আবেদন করতে ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্টসহ নিচের ঠিকানায় আবেদন পত্র জমা করুন:

GP Birla Educational Foundation 78 , Syed Amir Ali Avenue Kolkata- 700019 ( Landmark . Calcutta Ice Skating Rink )