SSC: চুড়ান্ত জয় ববিতার, মন্ত্রী কন্যা অঙ্কিতার চাকরি পাচ্ছেন ববিতা, নির্দেশ হাইকোর্টের

মন্ত্রী কন্যা অঙ্কিতার চাকরি পাচ্ছেন ববিতা, বেতনের টাকাও পাবেন  নির্দেশ হাইকোর্টের 

SSC



অবশেষে রায় পেল ববিতা। যোগ্যতা থাকলেও সেদিন মন্ত্রী কন্যার জন্য চাকরিতে যোগ দিতে পারেননি ববিতা। কিন্তু এবার আদালতের নির্দেশে পাচ্ছেন চাকরি। হ্যাঁ, আজ রায় পেল ববিতা। SSC নিয়োগে দুর্নীতি মামলায় খোদ মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেনিয়ম চাকরির মামলায় মামলাকারী ববিতা সরকারকে ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।



আদালতের নির্দেশ, মামলাকারী ববিতা সরকারকে ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। সঙ্গে বেতনের টাকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেতন বাবদ প্রথম কিস্তিতে যে ৭ লক্ষ ৯৬ হাজার টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা, সেই টাকাও পাবেন ববিতা।



এদিন শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, 'ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না'? উত্তরে, SSC-র আইনজীবী জানান, 'ববিতাকে এখনও চাকরি দেওয়া হয়নি। এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে'। 



হাইকোর্টের পর্যবেক্ষণ, 'মামলাকারী ববিতা সরকারকে বাদ দিয়ে মন্ত্রীর মেয়ের নাম তালিকায় ঢোকানো হয়। ওয়েটিং লিস্টে ববিতার নাম ছিল ২০ নম্বরে। পরে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী নাম ঢোকানো হয়। ফলে ববিতার চলে আসে ২১ নম্বরে। নির্লজ্জভাবে এই কাজ করেছে কমিশন। শূন্যপদে ববিতা সরকারই কমিশনের সুপারিশ ও নিয়োগ পাওয়া উচিত'।



শুনানির শেষে ৩০ জুনের মধ্যে ববিতাকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 


নিয়ম ভেঙে নিয়োগের অভিযোগে গত ২০ই মে শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary) চাকরি থেকে বরখাস্ত করেন। মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছায় অঙ্কিতার বেতন বন্ধের নোটিশ। এর পর শুরু হয় তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া। এমনকি মেয়ের বেনিয়ম নিয়োগের জেরে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর জেরার মুখোমুখি হতে হয় মন্ত্রীকে।




২০১৮ সালের ২৪ নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)। স্কুলে শিক্ষকতা করেছেন ৪১ মাস। জানা গিয়েছে, ৩৯ হাজারের কাছাকাছি বেতনে চাকরিজীবন শুরু করেছিলেন অঙ্কিতা। শেষ বেতন পেয়েছেন ৪৭ হাজার টাকা। সবমিলিয়ে ৪১ মাসে তিনি বেতন তুলেছেন ১৬ লক্ষ টাকা। দুই কিস্তিতে ১৬ লক্ষ টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ