DA News : আগের বকেয়া Dearness Allowance না পেতেই আবারও বকেয়া ডি এ নিয়ে মামলা !
গত ২০ মে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি রাজ্য। ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো সুপ্রিম কোর্টে কোনও আবেদন করা হয়নি বলেই জানা গিয়েছে। এমতাবস্থায় রাজ্য কর্মচারীরা কি তাদের বকেয়া ডিএ (Dearness Allowance) পেতে চলেছে ! এমন সংশয়ের মধ্যেই আরও এক নতুন খবর।
ইতিমধ্যে যে কেসে রাজ্য সরকারি কর্মচারীরা জয়লাভ করেছে তা 2009 থেকে 2016 pay commission এর implement অর্থাৎ 2020 অবধি কম বেতন পাওয়া নিয়ে ছিলো । তবে সেই বকেয়া টাকা না পেতেই এবার 2019 ROPA এর ৪৮ মাসের বকেয়া এরিয়ার নিয়ে মামলা দায়ের হলো।
আরও পড়ুনঃ Credit Card New Rules: ক্রেডিট কার্ডের Billing Cycle এ আমূল পরিবর্তন সহ একাধিক নয়া নিয়ম ১ জুলাই থেকে
জানা গিয়েছে গত ১৪ জুন ইউনিটি ফোরামের তরফে SAT এ এই মামলাটি সিঙ্গিল বেঞ্চে গৃহীত হয়। ইউনিটি ফোরামের করা SAT এ এই মামলার মূল দাবি হল-
এক) রোপা-১৯ এর ৪৮ মাসের বকেয়া এরিয়ার প্রদান।
দুই) রোপা-১৯'এ D.A.র উল্লেখসহ কেন্দ্রীয় হারে D.A. প্রদান।
তিন) H.R.A. 12% থেকে বাড়িয়ে পুণরায় 15% করা।
মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য্য হয়েছে ১৮ই জুলাই,২০২২ । পরবর্তীতে আরো অনেক সংগঠন এর সাথে যুক্ত হতে যাচ্ছে বলে খবর।
Good news
উত্তরমুছুনআরো যে কত কী হবে
উত্তরমুছুনহায় রে
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনসরকারি কর্মকর্তাদের উপযুক্ত বেতন দেওয়া হোক
উত্তরমুছুনgood news
উত্তরমুছুন