COVID 19: ফের দিনহাটায় করোনা!
করোনার (covid 19) প্রকোপ কিছুদিন থেকে বাড়ছে। দৈনিক বাড়ছিল রাজ্যেও। এবার করোনার হানা দিনহাটাতেও! (dinhata) হ্যাঁ এমনিই খবর। দিনহাটা (dinhata hospital) মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন এক করোনা আক্রান্ত রোগী। আর এখবর দিলেন দিনহাটায় বিধায়ক। সাধারন মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
সম্প্রতি ফের চোখ রাঙাচ্ছে করোনা। এদিকে মাস্ক, সোশ্যাল ডিস্টান্স সহ সকল প্রকার করোনা বিধি ভুলে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সেই দিন শেষ। ফের ফিরেছে করোনা। ফলে করোনা বিধি মেনে চলাই শ্রেয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, এই মুহূ্র্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৫ শতাংশে রয়েছে। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। কলকাতাতেই ৫৮৯ জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছে, জেলাগুলির নিরিখে যা সর্বাধিক।
0 মন্তব্যসমূহ
thanks