WB Coronavirus Update: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের






রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে (West Bengal Corona ) একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ২০০-র বেশি। প্রায় সাড়ে ৩ মাস পর ২০০-র উপর দৈনিক সংক্রমণ রাজ্যে। ফলে বাড়ছে চিন্তা। ফের কি ফিরে আসছে ভয়াবহ দিন? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।



উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন থেকে জানা যাচ্ছে, সংক্রমণ হার প্রায় ৩ শতাংশ।গত ১১ মে প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার করেছিল। কলকাতাতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


 রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছে ২৩০ জন। এর মধ্যে কলকাতায় (Kolkata) আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)। 


রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৭ জন।বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০৩৭ জনে।সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৭ হাজার ৭৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে।