Cattle Smuggling Case: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী
গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)-কে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। গোয়েন্দা সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে সায়গলকে।
এর আগে মঙ্গলবারও সায়গলকে জেরা করে সিবিআই। বৃহস্পতিবার দুপুর ২টো বেজে ২২ মিনিটে আইনজীবী সঞ্জীব দাঁয়ের সঙ্গে নিজাম প্যালেসে যান সয়গাল। আয়ের সঙ্গে সম্পত্তির হিসেব দেখাতে পারেননি বলে সূত্রের দাবি। পাশাপাশি বয়ানে অসঙ্গতিও মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গলের নামে একাধিক অ্যাকাউন্ট, একাধিক জমির দলিল পাওয়া গিয়েছে, যার সঙ্গে তাঁর বেতনের কোনও সামঞ্জস্য নেই।
এর আগে অনুব্রতকেও জেরা করেছে সিবিআই। বিএসএফ আধিকারিক সতীশ কুমার, এনামুল হককেও গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার সয়গাল। এর আগে একাধিক ব্যক্তিকে জেরার সময় বার বার সায়গলের নাম উঠে এসেছে জানা গিয়েছে। বাংলার আরও অনেক হেভিওয়েট নেতা জড়িত রয়েছে বলে দাবি সূত্রের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊