Today Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্প, প্রায় ৯০০ জনের মৃত্যুর আশঙ্কা, আহত বহু 



afghanistan earthquake




আফগানিস্তানে হয়ে গেল ভয়ঙ্কর ভূমিকম্প। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিন এই ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। মাটির নীচে ৫১ কিলোমিটার গভীরে কম্পন হয়।




এই ভূমিকম্পে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১। মার্কিন জিওলজক্যাল সার্ভে এই তথ্য জানিয়েছে।


afghanistan earthquake

আফগানিস্তানে প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের একাধিক প্রদেশ, পাকিস্তান এবং ভারতের সামান্য অংশে কম্পন হয়েছে।ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা এই কথা জানিয়েছে।



আফগানিস্তানের এই ভূমিকম্পে আফগানিস্তানে এখনো পর্যন্ত প্রায় ৯০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে, হতাহতের সংখ্যা আরও বাড়বে। যত উদ্ধার কাজ এগোচ্ছে তত বাড়ছে মৃত্যুর সংখ্যা।