বিবাহ-বিচ্ছেদের মধ্যেই অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব দিলেন সৌদি আরবের বাসিন্দা!
'অ্যাকোয়াম্যান’ খ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড (Amber Heard) নিজেকে গার্হস্থ্য হিংসার শিকার বলে দাবি করে ২০১৮ সালে একটি প্রতিবেদন লিখেছিলেন। অ্যাম্বার (Amber Heard) লেখায় সরাসরি ডেপের নাম না নিলেও; তিনিই টার্গেট ছিলেন বলে দাবি করে পালটা মানহানির মামলা করেন জনি।
তার স্ত্রীর থেকে তিনি চেয়ে বসেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। জনির দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন তার স্ত্রী। এই মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলেছিল বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও। তবে জনি ডেপ ই শেষ হাসি হাসেন।
আদালত জানিয়েছে, অ্যাম্বারকে (Amber Heard) ১১৫ কোটি টাকা ক্ষতিপূরণ ডেপকে দিতে হবে। স্বভাবতই বেকায়দায় এই অভিনেত্রী। এই অবস্থায় নেট মাধ্যমে অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব দিলেন সৌদি আরবের বাসিন্দা। সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়।
আরও পড়ুনঃ বিদেশের সব খবর একনজরে
ওই ব্যক্তির অ্যাম্বারকে (Amber Heard) বিয়ের প্রস্তাবের স্ক্রিনশট ইনস্টাগ্রামে বন্যার মতো ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর উদ্দেশ্যে লিখিত খোলা প্রস্তাবের পাশাপাশি ভয়েস মেসেজও পোস্ট করেন ওই ব্যক্তি।
সৌদি আরবের ওই ব্যক্তির বক্তব্য, তিনি এই খারাপ সময়ে অ্যাম্বারের জীবনকে আনন্দে ভরিয়ে তুলবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊