Today News: সমুদ্রে প্রস্রাব করলে ৭৩ হাজার টাকা জরিমানা-সাবানের ব্যবহারও নিষিদ্ধ
সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রের জলে প্রসাব করলে কিংবা সাবান ব্যবহার করলে এবার দিতে হবে জরিমানা। এমনই নিষেধাজ্ঞা জারি করলো স্পেনের (spain sea beach) গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা।
স্পেনের সৈকতে (spain sea beach) বেড়াতে গিয়ে সাগরের জলে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৬৪৫ পাউন্ড (প্রায় ৭৩ হাজার টাকা) জরিমানা দিতে হবে। দেশটির গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা এমন আইন করেছেন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সিটি কাউন্সিল সৈকতের জলে (spain sea beach) প্রস্রাব করাকে আইনের লঙ্ঘন ও স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি নিয়মের লঙ্ঘন বলে চিহ্নিত করেছে।
কর্মকর্তারা পর্যটনের উচ্চ মৌসুমে সমুদ্র সৈকতে (spain sea beach) আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পর্যটকরা উপকৃত হবেন।
স্পেন আবর্জনা ফেলার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী চালু করেছে। কেউ আবর্জনা ফেললে, সৈকতে গ্যাস সিলিন্ডার বা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের (spain sea beach)। সমুদ্রে সাবানের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks