WB Cabinet: মন্ত্রীসভায় রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে

WB Cabinet: মন্ত্রীসভায় রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে 



Mamata Banerjee



সোমবার হয়েছে মন্ত্রিসভার বৈঠক আর তার তিন দিনের মাথায় বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই শুরু হয়েছে মন্ত্রিসভা রদবদল নিয়ে জল্পনা। বৈঠক ডাকার কারণ জানতে মন্ত্রিসভার সদস্যরা খোঁজ নিচ্ছেন একে অপরের কাছ থেকে। 


দুর্নীতি নিয়ে উদ্বেগে সরকারের ভাবমূর্তি ঠিক করতে বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে আপাতত বাদ দেওয়া হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। 


মন্ত্রী সভায় রদবদলের পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন কয়েকজনকে মন্ত্রী করে কিছু দপ্তর বদল করা হতে পারে এমনটাও মনে করা হচ্ছিল। এখন দেখি যাক কি ঘটে। 


এদিকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দুই মন্ত্রীর। এরপর হাইকোর্টের তরফেও দুই মন্ত্রীর পদ থেকে অপসারনের সুপারিশ করেন বিচারপতি। এরপর শুরু হয় জল্পনা। আর তারপর ক‍্যাবিনেট বৈঠক নিয়ে চলছে জল্পনা। সড়ানো হতে পারে দুই মন্ত্রীকে এমনি আশঙ্কা‌। তবে কি হয় তাই এখন দেখার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ