WBBSE Madhyamik Result 2022: ৩রা জুন মাধ্যমিকের ফল কখন, কোথায়, কীভাবে দেখবেন?

student



করোনার জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি। কার্যত দু’বছর পর ২০২২ সালে ফের হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) । ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ ও ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল। ১৫ই মার্চ পর্যন্ত চলে লিখিত পরীক্ষা। এরপর ১৬ই মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়েই শেষ হয় মাধ্যমিক পরীক্ষা।




২০২২-র মাধ্যমিক পরীক্ষার ফল কবে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। আগামী ৩রা জুন ২০২২ প্রকাশিত হবে West Bengal Board Of Secondary Education -র মাধ্যমিক পরীক্ষার ফল। ৩০ মে মধ্য়শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়। ৩ জুন, শুক্রবার সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।




ফল প্রকাশের তারিখ- ৩রা জুন ২০২২

সময়- সকাল ৯টা

অনলাইনে মাধ্যমিকের ফল- সকাল দশটা থেকে দেখা যাবে




ওয়েবসাইটে ফল:





SMS করে ফল-

WB10<Space> ক্রমিক নম্বর দিয়ে ৫৬৭৬৫৭০ নম্বরে