WBCS 2022: 19ই জুন WBCS পরীক্ষা, কবে থেকে Download করা যাবে অ্যাডমিট কার্ড?






West Bengal Public Service Commission -র West Bengal Civil Service Examination পরীক্ষার মাধ‍্যমে রাজ‍্য সরকারী সবচেয়ে উচ্চ পদস্থ কর্মী নিয়োগ হয়। এই নিয়োগের পরীক্ষার সূচি প্রকাশিত করলো PSC । আগামী আগামী 19ই জুন, 2022 (রবিবার) WBCS প্রিলিমিনারি 2022 পরীক্ষা সারা রাজ‍্যে নেওয়া হবে।




WEST BENGAL CIVIL SERVICE EXAMINATION 2022

Exam Date: 19th June, 2022

Time: 12:00 PM to 2:30 PM

Duration: 2 hours 30 minutes

Admit Card Download: 31st May, 2022





বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৯ই জুন ২০২২ কলকাতা সহ রাজ‍্যের সব সেন্টারে বেলা ১২টা থেকে ২টা ৩০ পর্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১শে মে ২০২২ থেকে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://www.psc.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।




বিস্তারিত এবং সর্বশেষ আপডেটের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।