Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালবৈশাখির তাণ্ডবের কারণে অল্পেতে রক্ষা পেলো দুর্গাপুরে আসা বিমান, দেখুন হাড়হিম করা ভিডিও

কালবৈশাখির তাণ্ডবের কারণে অল্পেতে রক্ষা পেলো দুর্গাপুরে আসা বিমান, দেখুন হাড়হিম করা ভিডিও 


হাড়হিম করা ভিডিও বিমানের



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-


গত রবিবার সন্ধ্যায় কালবৈশাখির তাণ্ডবের কারণে মুম্বাই থেকে দুর্গাপুর তথা অণ্ডাল বিমান বন্দরে আসা বিমানের রাণওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় ৷ প্রবল ঝড় বৃষ্টির কারণে বিমানের মধ্যে তীব্র ঝাকুনির সৃষ্টি হয় ৷ যদিও পাইলটের দক্ষতায় প্রায় ১৮৫ জন যাত্রীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ৷ যদিও ঘটনার জেরে ৪০ জন যাত্রী অল্পবিস্তর জখম হন ৷




যাদের বিমান বন্দরেই চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ওই বিমানেই যাত্রী হিসাবে উপস্থিত ছিলেন মুম্বাই থেকে আগত মোনিদ্র বার্মা ও তার কন্যা টিয়া বার্মা ৷ যারা মুম্বাই থেকে কাজী নজরুল বিমান বন্দরে অবতরণ করে আসানসোলের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেন ৷ তাদের মুখেই ঘটনার ভয়াবহতার প্রতিক্রিয়া পাওয়া যায় ৷







বিমান যাত্রী টিয়া বার্মা নিজের অভিজ্ঞতা জানান, আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্লেন এত জোরে ঝাঁকুনি দিচ্ছিল একবার এদিক-ওদিক করছিল চারধারে জিনিসপত্র উপর থেকে নিচে পড়ে ছিল। প্লেনের সমস্ত যাত্রীরা কেউ চিল্লাচ্ছে কেউ কান্নাকাটি করছে কেউ ঠাকুরকে ডাকছে। একজন চার বছরের একটা বাচ্চা ছিল ওনার মা তো খুব জোরে আতঙ্কিত হয়ে চিল্লাচ্ছিল প্লেনের মধ্যে একটা ভয়াবহ অবস্থায়। এখনো চোখ বন্ধ করলে সেই দৃশ্যের কথা মনে পড়ছে।




অন্যদিকে আরেক যাত্রী মোনিদ্র বার্মা জানান, এটা একটা দুর্ঘটনা হয়েছিল। হঠাৎ করে কি হলো এক পলকের মধ্যে, আমরা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। আমার অভিজ্ঞতা থেকে বলে শূন্যে (ভাসমান) জোমদুয়ার থেকে ফিরে আসা। ২ তারিখে আমার ভাইয়ের বিয়ে আমরা বিয়ে বাড়ি আসছিলাম বোম্বে থেকে অন্ডাল এয়ারপোর্ট নামার সময় আবহাওয়ার প্রতিকূল এর মধ্যে পড়ে বিমানটি। পাইলট অত্যন্ত দক্ষতার সাথে আমাদের রক্ষা করে। সঙ্গে আমার মেয়েও ছিল। যাক ঈশ্বরের কৃপায় সকলে  সুস্থ আছে বলে জানান।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code