TET Pass Certificate Online Apply
টেট পাস সার্টিফিকেট ( TET Pass Certificate Online Apply) প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করবে পর্ষদ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
নির্দেশিকায় বলা হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাচ্ছে যে TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করা হবে। এর জন্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদন জমা দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে TET-2014 যোগ্য এবং NCTE অনুযায়ী প্রশিক্ষিত প্রার্থীদের সার্টিফিকেট ( TET Pass Certificate) প্রদান করা হবে। তবে সার্টিফিকেট ( TET Pass Certificate) পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে নিম্নলিখিত দুটি ওয়েবসাইটে-
তবে একই সঙ্গে বলা হয়েছে, TET-2014 মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আবেদন করতে হবে না। TET Pass Certificate সংক্রান্ত কোন অসুবিধায় মেইল করতে বলা হয়েছে secretary.wbbpe@gmail.com - এই মেইলে।
আগামী ১৩ জুন পর্যন্ত ওয়েবসাইটটি চালু থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊