Taslima Nasrin: স্তন থেকে শুরু করে ছোটো পোশাক, ফেসবুকে তসলিমার পোস্টে বিতর্ক
বিতর্কে ঘিরে থাকেন তসলিমা নাসরিন। একের পর এক বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। এবার দেহের আকৃতি ও স্তন নিয়ে ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন তিনি। তাঁর বিরুদ্ধে শরীর সংক্রান্ত মন্তব্য করে অন্যকে হীনমন্যতায় ভোগানো বা ‘বডি শেমিং’ নেট নাগরিকদের।
এদিনের ফেসবুক পোস্টে কেমন স্তন তিনি পছন্দ করেন তাও যেমন জানালেন তেমনি শরীর সংক্রান্ত মন্তব্য করলেন তিনি। এদিন তসলিমা নাসরিন লেখেন, "সুগোল সুডোল ফার্ম স্তন দেখতে আমার খুব ভালো লাগে। মেয়েরা স্তন দেখানো, ক্লিভেজ দেখানো জামা পরলে বেশ লাগে দেখতে। সুদর্শন পুরুষেরা যেমন শর্টস পরলে বা সুঠাম বাইসেপ দেখানো স্লিভলেস টিশার্ট, বুকের লোম দেখানো ডীপ ভি নেক টিশার্ট পরলে দেখতে ভালো লাগে, তেমন মেয়েরা কিছুটা নিতম্ব ঝিলিক দেওয়া সুগঠিত পা দেখানো মিনি শর্টস পরলে, ক্লিভেজ বা অর্ধেক স্তন দেখানো, পেট এবং নাভি দেখানো ছোট টপ পরলে দেখতে বেশ লাগে। কিন্তু আজকাল কী যে হয়েছে, যার স্তন দেখতে ভালো নয়, স্যাগিং, বা প্রায় ফ্ল্যাট, তারাও, বিশেষ করে সাংস্কৃতিক জগতের সেলেব্রিটিরা ডীপ ভি নেক ড্রেস পরেন। কেন যে পরেন, কী দেখাতে, বুঝি না। আর বিশাল বপুর কুচ্ছিত পুরুষগুলোও আঁটসাঁট জামা পরে চললেন। চোখ সরাতে পারলে বাঁচি!"
এখানেই থেমে না থেকে তিনি আরো লেখেন, "সমুদ্রতীরে, বা লেকের পাড়ে রোদ্রস্নান করতে থাকা সুইমিং কস্টিউম পরা ছেলে আর বিকিনি পরা মেয়ে দেখলে চোখের আরাম হয়। কিছুই না পরা ছেলে মেয়ে দেখলে তো মনের আরাম হয়। মানুষ যে প্রকৃতির সন্তান, তা তো নগরীর কোলাহলে অনেকটা ভুলতে বসেছি।"
এই পোস্টে তসলিমা নিজের ব্যক্তিগত ভালো লাগার কথা তুলে ধরলেও নেটিজেনরা একাংশ লেখিকার এরুপ মন্তব্যে সমালোচনা করেছেন। তার কমেন্ট বক্সে বডি শেমিং-র অভিযোগ তুলেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊