কিং কোবরার আতঙ্কে চা বাগানে কাজ বন্ধ

Binnaguri Tea Garden



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন


ভুটান পাহাড় ঘেঁষা ডুয়ার্সের কাঠালগুড়ি চা বাগানে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও কাজ চলছিল। সেসময় বাগানের ৪২ নং সেকশনে ড্রেন পরিস্কার করতে গিয়ে এক বাগান কর্মীর নজরে পরে একটি মোটা সাপ। যার যার উপরে আবার ছোট সাদা ডোরাকাটা দাগ। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে ।  



যেহেতু এর আগে একাধিকবার ডুয়ার্সের চা বাগান থেকে কিং কোবরা সাপ উদ্ধার হয়েছে তাই কিং কোবরা সাপ ভেবে চা-বাগানে বন্ধ থাকে স্বাভাবিক কাজকর্ম। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগকে। কিন্তু বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা অন্যত্র হাতি তাড়াতে ব্যস্ত থাকায় তাদের আসতে দেরি হবে বলে জানিয়ে দেয়। 




এরপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। খবর পাওয়া মাত্র পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এসে সাপটিকে চিহ্নিত করেন এবং দেখা যায় সেটি কিং কোবরা সাপ নয়। দেখা যায় সেটি একটি নির্বিষ এবং দাড়াশ সাপ। 



এরপর চা বাগানের কর্মী সহ সবাইকে বোঝানো হয় যে সাপ দেখলেই যেন বনদপ্তর বা পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেওয়া হয়। সাপ বা অন্য বন্যপ্রাণীদের যেন মেরে ফেলা না হয়।

এদিকে সাপটিকে উদ্ধারের পর সেটিকে ছেড়ে দেওয়া হয়।