Breaking

google news

Thursday, May 19, 2022

Viral Video: ‘পুষ্পা’র গানে তুমুল ডান্স নুসরত, শ্রাবন্তী এবং কৌশানির

Viral Video: ‘পুষ্পা’র গানে ডান্স নুসরত, শ্রাবন্তী এবং কৌশানির

পুষ্পা’র গানে ডান্স নুসরত, শ্রাবন্তী এবং কৌশানির । কৌশানির (Koushani Mukherjee) জন্মদিনে তিন নায়িকার তুমুল নাচ ভাইরাল হল নেট দুনিয়ায়। ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় গান ‘সামে’ চলছে ব্যাকগ্রাউন্ডে আর ডান্স ফ্লোরে আগুন ঝড়ালেন নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়।গান শুনে নাচ শুরু করলেন বার্থ ডে গার্ল সাথে টেনে নাচ শুরু করালেন নুসরত ও শ্রাবন্তীকেও। পার্টিতে হাজির সকলেই প্রায় মুঠোফোনে বন্দি করলেন মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে এই ভিডিও শেয়ার করলেন কৌশানি, ট্যাগ করলেন শ্রাবন্তী ও নুসরতকে।

ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেট দুনিয়ায়।কৌশানির জন্মদিনেই এক বড় ঘোষণা করেন বনি-কৌশানি। নতুন প্রোডাকশন হাউজ ‘বি কে এন্টারটেনমেন্ট’।এই প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে অবশ্যই জুটি হিসাবে দেখা যাবে বনি-কৌশানিকে।

No comments:

Post a Comment