মন্ত্রী পরেশ অধিকারীর পরিবারের চাকরিরত ৩১জন? তালিকা সামনে আনলেন শুভেন্দু 


paresh adhikary



স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ‍্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর। মেয়ের চাকরি নিয়ে বিপাকে পরেশ। সিবিআই জেরার মুখোমুখি হতেও হয়েছে। চাকরি গেছে মন্ত্রীকণ‍্যা অঙ্কিতা অধিকারীর। যখন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে ক্রমেই বিড়ম্বনা বাড়ছে শাসক দল তৃণমূল। এ বার সেই বিড়ম্বনা কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ‍্য রাজনীতিতে যখন আলোচনার কেন্দ্র বিন্দু দুর্নীতির সাথে জড়িত শাসক দলের মন্ত্রী তখন বিরোধী দলনেতার এই পোস্ট ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।




পরেশ অধিকারীর পরিবারের কারা কারা চাকরি করছেন তার একটি তালিকা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখে নিন সেই তালিকা:

স্ত্রী - মীরা অধিকারী (স্বাস্থ্য দপ্তর)

মেয়ে - অঙ্কিতা অধিকারী (বরখাস্ত)

ছেলে - হীরক জ্যোতি অধিকারী (ডাক্তার)

ভাই - অখিল অধিকারী (ক্লার্ক)

ভাইবউ - সাধনা অধিকারী (স্বাস্থ্য)

ভাইঝি - করমুক্তা অধিকারী (প্রাইমারি)

ভাইঝি - লতা অধিকারী মন্ডল (খাদ্য দপ্তর)

ভাইপো - বেন্টু অধিকারী (স্কুল ক্লার্ক)

ভাইপো - সেন্টু অধিকারী (প্রাইমারী)

ভাইপো - হরিপদ অধিকারী (প্রাইমারী)

ভাইপো - জয়দেব অধিকারী (খাদ্য দপ্তর)

বোন - ছায়া অধিকারী (ICDS)

বোন - মায়া অধিকারী (ICDS)

বোন জামাই - শৈলেন দাস (শিক্ষক)

বোন জামাই - শ্যামল সরকার (শিক্ষক)

শ্যালিকার মেয়ে - নুপুর রায় বর্মন (প্রাইমারী)

শ্যালিকার ছেলে - রামমোহন রায় (খাদ্য দপ্তর)

শ্যালিকার মেয়ে জামাই - হরিশ্চন্দ্র রায় (হাই স্কুল)

শ্যালকের ছেলে - সরেন রায় (প্রাইমারী)

শ্যালকের ছেলে বউ - পর্ণা সরকার রায় (প্রাইমারী)

শ্যালক - মনোরঞ্জন রায় (কলকাতা পুলিশ)

শ্যালক - উদ্ভব রায় (বিডিও অফিস)

শ্যালিকা - হীরা রায় (pwd)

শ্যালিকা - মায়া রায় (icds)

মামাতো ভাই - নিরঞ্জন রায় (কৃষি দপ্তর)

পিসতুতো ভাই - ভবেশ্বর রায় (প্রাইমারি)

*ভবেশ্বর রায়ের দুই মেয়ে (প্রাইমারী)

শ্যালিকার ছেলে - মৃণাল রায় (প্রাইমারী)

*মৃনালের স্ত্রী (প্রাইমারী)

ড্রাইভার - পিন্টু অধিকারী (খাদ্য দপ্তর)

ড্রাইভার - দ্বিজেন বর্মন (খাদ্য দপ্তর)



এই তালিকায় মোট ৩১ জনের নাম রয়েছে। যেখানে দেখা যাচ্ছে পরেশ অধিকারীর পরিবারের অন্তত ২৫ জন চাকরি পেয়েছেন বিভিন্ন দফতরে।